যে কথা বলা যায়না : রঞ্জন ঘোষ


 

বলার থাকে অনেক কিছুই তবু যায় না তাকে বলা,

অনেক বাধা বিঘ্ন টপকে তবেই শুরু হয় পথ চলা,

উনিশ থেকে বিশ হলে তোমার হতে পারে সর্বনাশ,

বিপদে পড়লে কেউ তোমায় দেবে নাকো আশ্বাস।


সত্য কথা বলতে গেলে তাই অনেক আসে বাধা,

ভালো করে গান গাইতে হলে দরকার গান সাধা।

তেতো ওষুধ তাইতো থাকে মিষ্টি মোড়কে ঢাকা,

সত্যি কথা বললে দেখবে মাঠ হয়ে যাবে ফাঁকা।


মিথ্যা কথার বহুল প্রচারে সবাই হয় তাতে আকর্ষিত,

সত্য কথার প্রচারটা কম শুনলে হয় লোকে বিস্মিত।

সত্য মিথ্যা যাচাই করার নেই তো কারো কোন ইচ্ছা,

মিথ্যাটাকে সত্য ভেবে মানুষ বলে তাকে বহুৎ আচ্ছা।


সত্যের আলোর প্রকাশটা কম টিমটিম করে জ্বলে,

ভুল বুঝে অনেকেই তাই সেই সত্যকে এড়িয়ে চলে।

মিথ্যার মতো নেই যে তার রঙিন আলোর ঝলক,

তার দিকে তাকিয়ে লোকের পরেনা চোখের পলক।


সত্য কথা বলায় পায় না সম্মান হন তাঁরা অবহেলিত,

মিথ্যার কাছে সর্বদা তাদের হতে হয় তাই পদদলিত।

যুগে যুগে যারা মিথ্যা বলে সেই মিথ্যাবাদী দের হয় জয়,

সত্যের জমানা নেই আজ তাই সত্যের হচ্ছে অবক্ষয়।

Post a Comment

Previous Post Next Post