দিনের শেষে নেমেছে আঁধার,
সাথে নেমেছে বাদল ধারা,
রয়েছে সাথে অশনি রব
পথঘাট মাঠ জল ভরে গেছে সব।।
এতো গর্জন সহ বাদল ধারা,
মনটা হয়েছে পাগলপারা,
নিশিদিন দিশাহীন,
বয়ে যায় রাতদিন।।
বক্ষে মোর ভয়ের কাঁপন
একা ঘরে বসে আমি,
আকাশ পানে চেয়ে,
আসবে আমার সখা কখন কী জানি?
Tags:
বাংলা কবিতা
