অপরাজেয় : শ্রাবণী কোল্যা


 

ভালোবাসাটা হয় সঠিক 

যদি মানুষটা হয় খাঁটি, 

না হয় সবই মাটি। 

সত্য ভালোবাসার মূল্য নাই

 তবুও বোকা মানুষ তাকেই চাই।

 মিথ্যে হাসি রেখো মুখে 

থেকো না আর দুখে। 

বরণ করো সব দুঃখ কষ্ট

 তুমি পারো থাকতে জানিয়ে দাও স্পষ্ট। 

ভাবছে যারা এটাই তোমার দুর্গতি

 তুমিও বুঝিয়ে দাও এটাই তোমার সংহতি। 

যে তোমা ছাড়া চলিতে পারে

 তুমিও পারো থাকিতে ছেড়ে তারে। 

যে জন করে তিরস্কার প্রতি পদে 

তুমিও আর চাও না তাকে কোনমতে। 

তোমা ছেড়ে যে ধরেছে নিজের হাল 

তার লাগি কাঁদিয়া কাটিয়ো না কাল। 

 থেকো নাকো কারো অধীন

 তুমিও তোমার মতোই স্বাধীন।

Post a Comment

Previous Post Next Post