স্বপ্ন : সোমেন চ্যাটার্জ্জী


 

তোর বাবাটা ভীষণ ভালো

যখন যা চাস দিয়ে দেয়,

আমার বাবার কাছে চাইলে পরে

গুরুত্ব দেয় না পড়া নেয়।


তোর বাবাটা খুব হ্যাণ্ডসাম

নেতা নেতা ভাব,

আমার বাবা রুগ্ন জীর্ণ

অর্থের অভাব।


তোর বাবাটা হাসি খুশি

তোকে নিয়ে খেলতে যায়,

আমার বাবা ডেলি লেবার

কাজে না গেলে টাকা কোথায়


তোর বাবাটার কত ছুটি আবার

শনি রবি বাড়ি থাকে,

আমার বাবাকে বললে রাগ হয়ে বলে

বাড়িতে দেখতে পাশনা মাকে। 


তোর বাবা তো অফিস ফেরত

বাজার আনে ব্যাগ ভরে,

আমার বাবা রাতে ফিরে

সকালে ছোটে কাক ভোরে।


তোর টিফিনে পিৎজা চাওমিন

কখনো ড্রিংকস চিপস,

আমার বাবাকে চাইলে বকে

বলে, ওসব কি শিখেছিস।


তোর বাবা তোর জন্মদিনে

ছটা জামা দিলো,

আমার বাবা আমার জন্মদিনে

আমি ঘুমালে বাড়ি এলো।


তোর বাবাটা কত ভালো

কোন কষ্ট দেয় না,

আমার বাবার সংসারের চিন্তায়

ভোরের ঘুমটাই হয় না।


তোর বাবা তোকে আদর করে

তোর গাল দুটো ধরে,

আমার বাবা সামনে এলে

আমার দু চোখে জল ঝরে।


আমায় আদর করার সময় কোথায়

ব্যস্ত পেটের দায়ে,

সারাটা দিন হাড়ভাঙা খাটুনি খেটে

বাড়ি ফিরে গায়ের ব্যথা নিয়ে।


সারাটা রাত এপাশ-ওপাশ

পেইন কিলার খেয়ে যায়,

ডাক্তার দেখানোর পয়সা কোথায়

লিভার কিডনি শেষ প্রায়!


তবু আমায় পড়তে বলে

এখনো করে বকাঝকা,

আমি তো এখন একটু বুঝি

আমায় বাবা ভাবে বোকা।


তোর বাবা তো সুস্থ সবল

তোর তো কোনো চিন্তা নাই,

আমার বাবা খুব অসুস্থ

তবুও কাজে যাওয়া চাই।


তোর বাবা তো ছেলে দেখছে

পাস করলে বিয়ে দেবে,

আমার বাবা স্বপ্ন দেখে

মেয়ে শ্বশুরবাড়ি যাবে।


তুই পাস করলে বিয়ে দেবে

কব্জি ডুবিয়ে খাবো,

আমি পাস করলে চাকরি করে

এ সংসারের দায়িত্ব নেব।


বাবা মায়ের আমি ছেলে আমি মেয়ে

আমিই একমাত্র সন্তান,

আমি নারী আমি সব পারি

আমি রাখবো বাবার সম্মান।

Post a Comment

Previous Post Next Post