বৃষ্টি যদি হতো : পংকজ পাল



খরাতে পুড়ে হচ্ছি ছাই

বৃষ্টি যদি হতো,

সারাটাদিন ভিজতাম আমি

শান্তি পেতাম কতো। 


মেঘ ছুটে যায় এদিক সেদিক

পাগলা ঘোড়ার মতো,

আঁধার ঘরে জ্বালাই প্রদীপ

গরম লাগে কতো। 


আকাশ পানে চেয়ে থাকি

মেঘ খুঁজে না পাই,

মেঘের কাছে কোন পাহাড়ে

বৃষ্টি খুঁজতে যাই। 


গুড়ি গুড়ি বৃষ্টি নেমে 

বললো আমায় শোনো,

আসছি আমি ধেয়ে এবার

ভয় পেয়ো না কোনো। 


মুষল ধারায়  বৃষ্টি এলো 

শান্তি পেলাম আমি,

মনটা আজি নাচছে আমার

চলো ভিজতে নামি।

Post a Comment

Previous Post Next Post