চিনি : সহেলী মল্লিক



ছোট্ট আমার চিনি

ভেবেছিলাম আদর দিয়ে

খুব যতনে আমি,

তাকে আগলে রাখতে জানি।

চিনি আমার এমনিতে খুব ভালো, 

লুকোচুরি খেলতে গিয়ে 

কোথায় যে লুকিয়ে গেল;

অনেক খোঁজার পরেও 

ঠিকই চিরতরে হারিয়ে গেল।।

অনেক ডাকাডাকি র পরেও

একটি কথাও কয়নি,

খুব অভিমানি কিনা

তাপু ঠিক বলে 

আমিই চিনিকে ধরে রাখতে পারিনি।।

অফিস থেকে খুব ক্লান্তিতে 

আসতেম যখন বাড়ি,

ছোট্ট চিনির কথা না শুনলেই 

কেঁদে কেটে করত সে আড়ি।।


ছোট্ট আমার চিনি,

এইভাবে যে অকালে 

হারিয়ে যাবে তা

কখনও কল্পনাতেও ভাবিনি।।

Post a Comment

Previous Post Next Post