ঈশ্বর চন্দ্র বন্দোপাধ্যায়
ঠাকুরদাস ছিলেন পিতা,
জন্মেছিলেন বীরসিংহ গ্রামে
ভগবতী দেবী মাতা।
১৮২০ খ্রিস্টাব্দে তেজস্বী ব্রাহ্মণ পরিবারে
মেদিনীপুর ধাম,
জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র
উপাধিতে বিদ্যাসাগর নাম।
ছোটো থেকে ছিলো তাহার
নিপূর্ন শিক্ষা জ্ঞান,
মাইল স্টোন দেখেই তাহার
অর্থ বুঝে নেন।
মায়ের মমতা, শ্রদ্ধা, ভক্তি
তার কাছেই জানতে পারি,
মায়ের ডাকে সাড়া দিতে
নদী দিয়েছিলেন পাড়ি।
শিক্ষাই জ্ঞান শিক্ষাই রতন
দেখালেন তিনি নিজে,
আলোর অভাবে পড়াশোনা করতেন
ল্যাম্পপোস্টের নিচে।
তাহার লেখা অনেক পাঠ্যপুস্তক
আমাদের উপহার দেন,
বর্ণপরিচয় বোধোদয় কথামালা
আরো দিয়েছেন গ্রন্থ স্বরুপ মান।
প্রথম কর্ম জীবনে ফোর্ট উইলিয়াম কলেজে
করেন প্রধান পন্ডিত এর কাজ,
বাংলা ভাষার প্রথম শিল্পী
বাঙালি গর্বিত তাই আজ।
নারীদের জন্য শিক্ষার অগ্রগতি
ঘোঁচালেন আঁধার কালো,
বিধবা বিবাহ আইন চালু করে
নারীদের জীবনে আনলেন আলো।
দরিদ্রের দারিদ্র্য দূরীকরণের
করেছিলেন অনেক চেষ্টা,
বাঙালির মন জয় করে,
হয়েছিলেন বাংলার স্রষ্ঠা।
