রাতের আকাশ নিশুতি রাত,
তারার মেলা নাই,
আকাশ ভরা ঘন মেঘ,
ঢাকা পড়েছে তাই।।
থেকে থেকে বাদল ঝরে,
ঘন কালো আকাশ বেয়ে,
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে
জল কাদায় ভরেছে মাঠ।।
গরম বাড়ছে কত,
বাদল ধারা ঝরছে যত,
শীতল বাতাস নেই কোথাও,
ভ্যাপসা গরম বাড়ছে সেথায়।।
চোখের পাতা বুজছে নাগো
রাত হয়েছে কত,
ভোর হলেই কাজের মেলা,
উঠবো কখন, বুঝবো ঠেলা।।
Tags:
বাংলা কবিতা
