এসেছি তোমারি কিনারে
ভাগ করে নেব যত দুঃখ দোঁহারে,
তুমি কি নেবে মোর দুঃখ?
ভাসাতে চাই শত ক্ষত, বেদনা আছে যত।
কেউ তোমারে করেছে উল্লাসের সাথী
আবার কারো বিরহে তুমি সমব্যথী,
তোমার বালুচরে কত স্মৃতি রাখা
তারই চিত্ত রইবে আজীবন মানসপটে আঁকা।
দাঁড়িয়ে আজ তোমার দ্বারে
ফিরিয়ো না আর মোরে,
হব মোরা একে অপরের প্রানের দোসর
আমি রবো তোমাতে বিভোর।
বেদনায় মোড়া গল্প ভাসাই তোমার চরে
বিনিময়ে সঞ্চয় করি তব সৌন্দর্য বুক ভরে,
ভোলাও আমারে তব সৌন্দর্য স্পর্শে
পাই যেন চরম তৃপ্তি তব প্রেমাস্পর্শে।
স্মৃতির সাক্ষী তুমি এই নীল নির্জনে
থাকিবে তুমি মোর জীবনের পরিসরে,
তুলবে রব মোর হৃদয় বীনায় ঝংকারে
থেকে যাবে জীবনের উপসংহারে।
Tags:
বাংলা কবিতা
