ও রবি এত তড়িঘড়ি
চললি কোনপানে,
জানোনা বুঝি শব্দের মেলা বসেছে
ওই.. যে দূরে ওইখানে।।
শব্দের মেলা!
সে আবার কেমন মেলা,
শব্দ না তো যায় চোখে দেখা!
না তো যায় কেনা!
তা দিয়ে কিনা মেলা!
কেন মিছে করিস আমার সাথে,
এ হেন হেয়ালি খেলা।।
হেয়ালি না গো কাকি;
আচ্ছা বেশ ফিরে এসে
বলিস তবে মেলা থেকে
কিনে আনলি টা কি?
বলব ক্ষন এখন তবে চলি
মেলা থেকে কিনলাম কি
ফিরে এসে তবে বলি।
খানিক পরে ফিরে রবি
চলে কাকির ঘরেতে
যা যা কিনেছে সে
দেখাবে নিজ হাতে।।
কাকি কাকি এই দেখ কি
কই রে হাতে চক ছাড়া
আমি আরতো কিছুই
ঠিক ঠাওর করতে পারিনি।।
শব্দের মেলা শেখায় শব্দের ব্যবহার
আচ্ছা বলত কু...ল আর কূ...ল
এর উচ্চারণ টা টিক কি?
কুল.....
আর এদের মানে টা ঠিক কি?
ইয়ে মানে,
দুটোর উচ্চারণ ই কুল
কিন্তু উ ঊ উলট পালট হলে
হবে শব্দের মানের ভুল।।
চন্দ্র মানে চাঁদ
রবি মানে সূর্য
দৃষ্টি মানে দেখা ,
আর সাউন্ড মানে শব্দ ।।
শব্দের মেলা শেখায় মোরে
নানান নানান শব্দ
ভাইটা রে তো মাঝে মাঝে
খেলতে না পাঠিয়ে
শব্দের মেলায় পাঠাতে পারো।।
শব্দের মেলা পাঠশালা যে
শিখছি সঠিক শব্দ ,
এই শব্দ দিয়েই একে একে
করব সবাই কে জব্দ।।
