বন্দিনী ভাবনা : হিমাংশু সামন্ত


 


কবির কলম কিছু প্রকাশ করতে খুব উৎসুক,

ভাবনাগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে আজ,

কিছুতেই ধরা পড়তে চায়না শব্দের আচ্ছাদনে,

ভাবনাগুলো যেন এক একটা অনুচুম্বকের ন্যায়,

সকলেই হয়তোবা উত্তরমেরু অথবা দক্ষিনমেরু,

উত্তরমেরু উত্তরমেরুকে বিকর্ষণ করেই চলেছে,

কখনোই উত্তরমেরু দক্ষিনমেরুর নিকটবর্তী নয়,

চিন্তারা পাখির ডানায় ভর করে উড়ে যেতে চায়,

ডানার পালকগুলো খসে খসে পড়ছে মনে হয়,

ফের উড়বে মুক্ত বিহঙ্গের মতো দূর নীলিমায়,

কেবলমাত্র নতুন পালকের অপেক্ষায় রয়েছে,

কল্পনা আজ খাঁচা বন্দিনী কয়েদির অন্তরালে!

অপরাধী সেজে নিয়মের বেড়াজালে আটকে,

কেউ যেন শিকল দিয়ে বেঁধে রেখেছে দুই পায়,

শিকল হতে মুক্ত হতে চায় কিন্তু সে যে নিরুপায়,

ভাবনার ভাবগুলো কেমন যেন আজ ছন্দহীন,

সুর-তাল-রাগ-রাগিনী সবকিছুই হারিয়েছে যেন,

মনের আকাশে কি এইবার কোনো ঝড় উঠবে?

উড়িয়ে নিয়ে যাবে ধূলো-বালি-ঝরাপাতা সকল,

মনে হয় একটা প্রলয় আসবে এই ঘন অন্ধকারে,

সবকিছু চূর্ণ বিচূর্ণ করে নতুন কিছুর সূচনা হবে,

ধ্বংস ও সৃষ্টির লীলাখেলা তো চলছে অবিরাম,

হয়তো পুরাতন ভাবনার নাশ হয়ে নব সৃষ্টি হবে,

আবার আনন্দে মেতে উঠবে নব সৃষ্টির উল্লাসে।

Post a Comment

Previous Post Next Post