রোদ আজি কুয়াশার বিছানায়,
ঘাসের ডগায় শিশির শুকায়;
নদী বয়ে যায় অতি প্রত্যাশায়।
বনবিথী হারিয়ে সবুজ মরমে ধূসর হয়।
শিশু মুখো আজি ম্লান তব
নবান্নে শিশে আসে নাই দুধ,
মেঠো ইঁদুর তুষের ঘরে
কাব্যে সে বলাৎকার;
অতিশয় আতিশয্যে মরে।
আঁধার নামে সবুজের মাথে
মেঘ জোড়া সারা রাত,
মিটি মিটি চায়;চাঁদ নাই সেথা
শুধু তারা জ্বলে রয়।
মাটিমুখ আজি বিমুখ হয়েছে
লইতে পারেনা প্রহসন,
কোথায় তোমার বনলতা কৈ শঙ্খ চিল?
কুড়ি কুড়িটা বছর গেছে চলে
এ নবান্নের দেশে।
হে কবি আজও তোমায় খুঁজি,
কিশোরীর ঘুঙুর আর শালিকের বেশে।
@sp
Tags:
বাংলা কবিতা
