বিচার : অতনু রায়


 

জমার খাতায় অঙ্ক অক্ষৌহিনী পার,

তবু একবার হবেই গরীব

চর্ব্য-চূষ্য-লেহ্য-পেয় উদরসাৎ ,

ছাড়বে শরীর, ছাড়বে নসীব।

তবু তুমি দেখনা গরীবের মুখ,

ভাবো না তাদের কথা।

বাবু তাই পেতেই হবে বিচার,

এটাই তো উপরওলার প্রথা।

                ***

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


         পূর্ব বর্ধমান, পঃবঃ, ভারত

  © স্বত্ত্ব লেখকের নিজস্ব সংরক্ষিত

Post a Comment

Previous Post Next Post