এছুটি কাটে না : সনৎ প্রামাণিক


 


যখন ডাংগুলি আর চামবাটুল নিয়ে ঘুরতাম তখন বয়স ছিল সেকেলের মত,স্কুল পালিয়ে পাখির পালক তুলতে ভালোবাসতাম।

বিদাই সূর্যের লুকোচুরির মধ্যে মধ্যে পালানো বৃষ্টির রেসধরে ঘননীল মেঘের আড়াল হতে তোমায় দেখতাম সাতরঙা অপার সাজে।


ভালোবাসার মেঘ আঁখিতে কাজল পরাতে,

দীর্ঘ বৎসর গুলো অজান্তে বসন্তের পাতাবাহারের মত শুধুই ঝরেই চলেছে,

স্কুল পালিয়ে আর পাখির পালক তুলিনা;

আর এছুটিও কাটেনা।


আজও তোমায় খুঁজি সেই সাতরঙার সাজে,

আঁধার মেঘের গালিচা ধরে তোমার উচ্ছল যৌবন ছুঁয়ে ফিরে যেত কত বলাকারা দল। 


আষাঢ় সম্ভোগে আজও লাঙলে পাই- কাঁচামাটির গন্ধ,নব বসন্তে ফিরে ফিরে আসে তোমার খবর,ডুবে যাওয়া বেলা শেষে 

মেঘ আঁখিতে কাজল তুমি আর দিলে না!

Post a Comment

Previous Post Next Post