রাতের আঁধার জানে ফুটপাতের ইতিকথা।
কত স্বপ্ন গুমরে কাঁদে ঝুপড়ির আনাচে কানাচে।
শৈশব কত খুন হয় ঐ শহরের গলিতে,
কত ফুল ঝরে যায় ফোঁটার অপেক্ষাতে।।
ক্ষুধার্ত ফুটপাতের বুকে জমেছে অন্ধকার।
রাতের আঁধারে স্বপ্ন বিক্রি হয় আলোর জলসায়।
কত সন্তান ক্ষুধায় কাতর জীবন যন্ত্রণায়।।
হাজার যুবতীর স্বপ্ন বেআব্রু আজ শহরের রাজপথে।
হয়নি বিচার হারিয়েছে তারা আঁধারের গলিপথে।
পশুর মতো লড়াই করে তবুও তো জীবন বাঁচে।
ঢুলুঢুলু চোখ নেশাতুর আজ শৈশব হারিয়ে গেছে।।
কেউ চাপা পড়ে গাড়ির নীচে,কেউ বা হারিয়ে গেছে।
চোরাস্রোতের গোলক ধাঁধায় মনটাই মরে গেছে।
জীবন মৃত্যু ওদের কাছে জুয়াখেলা হয়ে যায়।
জন্ম থেকেই লড়তে হবে সেটাই বুঝে যায়।
নাড়ি ছেঁড়া ধন বিক্রি হয় মায়ের ক্ষুধার কাছে।
চোখের জলে বুক ভাসিয়ে তবুও সে মা বাঁচে।
সুখ স্বপ্ন মরীচিকা সব অধরা ওদের কাছে।
মৃত্যুও জানে হারতে হবে জীবন যেখানে বাঁচে।।
