শীতল হওয়া ছুঁয়ে যায় প্রাণে
তোমার হরিণ চোখের গর্বিত ঢেউ
তবুও থাকে অভিমানে!!
কোমর চাঁপা চুলে তোমায় আমার করে নেব
হৃদয়ে জড়িয়ে বাহু ডোরে ঢেকে দেব
এক এক অঙ্গ শীতল হবে চুম্বনে
তৃপ্ত হবে দুজনের আলিঙ্গনে!!
তোমার সোনালী রূপ
তোমার হৃদয় উত্তোলিত হাসি
তোমায় পাওয়া অভিলাসী
তোমায় বড্ডো ভালোবাসি!!
Tags:
বাংলা কবিতা
