বিশ্বাস বাবুর বাড়ি : সোমেন চ্যাটার্জ্জী


 


বিশ্বাসবাবুর বাড়িটা আজও

সম্পূর্ণ আর হলো না,

হাজার চেষ্টা করেও বাবুকে

গৃহপ্রবেশ করানো গেলো না।


হাজার হাজার বছর ধরে এই 

শ্রমিক লাখো কোটি,

এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ

করতে পারেনি ওটি।

 

গ্রীষ্ম বর্ষা শীত এরাও ঠিক

আসে সময় মতো,

পোষ মেনে যায় বনের বাঁদর

হাতি ঘোড়া কতো।


কুকুর ঘোড়া, প্রভুর জন্য

জীবন দিতে পারে,

সিংহমশাই বনের রাজা

খিদে পেলেই ধরে।


বন্য হয়েও বনের বাইরে

মানুষের সঙ্গে সহবাস,

পোষ মেনেছে হিংস্র জানোয়ার

মানুষকে করেছে বিশ্বাস।


বলতে পারো আর কতো দিনে

বাড়িটা তৈরি হবে,

মানুষে মানুষে নিঃশ্বাসে বিশ্বাসে

ঐ বাড়িতেই রবে।

Post a Comment

Previous Post Next Post