লৌহ স্তম্ভের কথা : অতনু রায়


 

এই যে লৌহ স্তম্ভ, শত বর্ষ ধরে;

বিজয় স্তম্ভ নয়, অট্টালিকার ভার বহন করে।

যেখানে কেটে গেছে কয়েকটা প্রজন্ম,

স্মৃতি আর ভালোবাসা আজন্ম। 


টোকা দিয়ে কান পেতে শুনি ..

          — শহুরে কথকতা;

আর দিন মাস হিসাবের অঙ্ক গুনি। 


রঙের পর রঙ চেপে বেড়েছে বাহার,

                              — নিঃসৃত হয়;

কতো আদিমতার অগুন্তি প্রহর। 


সময়ের সাথে পাল্টে নিজের ভোল,

ভরে দিয়েছে নতুনের কোল। 

তবু এই লৌহ স্তম্ভ রয়েছে চুপ,

খুঁজে দেখ লুকিয়ে আছে কোনো অন্ধকূপ। 

                           ****

___________________________________________


           পূর্ব বর্ধমান, পঃবঃ, ভারত

   © স্বত্ত্ব লেখকের নিজস্ব সংরক্ষিত

Post a Comment

Previous Post Next Post