জীবনটা আমার ভুলে ভরা,
পাই না তার কোন কুল,
সব কিছু গিয়ে ভুলে,
খু্ঁজি জীবনের মূল।।
জীবন স্রোতে ভেসে ভেসে,
তোমার কাছে যাই এসে,
তুমি কেন আমায় দেখে,
মুখ ঘুরিয়ে যাও চলে।।
কোন অপরাধে এই অবহেলা,
ভেবে ভেবে কাটলো বেলা,
আমার সাথে কথা না বলা,
তাই দেখে আমার হৃদয় করছে জ্বালা।।
Tags:
বাংলা কবিতা
