ভাবছিলেম একাকী আনমনে
এমনি এক মেঘলা দিনে
অমল চেয়েছিলেম প্রথম
তোমার মুখপানে।।
বেশ তো সুখেই কাটতেছিল
এক একটি দিনে,
হঠাৎ যে কি হলো দমকা
ঝড়ো হাওয়ায় সব কিছুই
কেমন যেন জটলা পেকে গেলো।।
অমল বৃষ্টি কি আজও ভালো বাসো?
এই বৃষ্টি কি অদ্ভুত না চাইলে চোখের
জল মোছাতেও আবার প্রয়োজনে
বন্যাও আনতে পারে।।
কি হলো বৃষ্টি কি আজও সাথে আছে
নাকি আমারই মতো অবশেষে
সেও তোমার সঙ্গ ছেড়েছে।
আচ্ছা তোমার ওই একতারা টা আজও আছে?
নাকি বৃষ্টির শব্দ আজ একতারাকেও হার মানিয়েছে?
আজও মেঘলা দিনে কন্ঠ ছাড়ো?
নাকি বৃষ্টির ইচ্ছে মতো কন্ঠ ছাড়ো।
এমনি এক মেঘলা দিনে
ধরেছিলে আমার হাত,
এমনি এক মেঘলা দিনেই
আবার ছেড়ে ছিলে আমার হাত
মেঘলা দিন জীবনে প্রায় আসে
আসেনা সেই সব দিন
আমাদের যে দিন গিয়েছে চিরতরে
তা আর চাইলেও ফিরবেনা কোনদিন। ।
Tags:
বাংলা কবিতা
