অপূর্ণ বিচ্ছেদ : শুভাশীষ পাঁজা


 

একটা বিচ্ছেদ কখনো পূর্ণতা পায় না

স্মৃতি ভেসে যায় অতীতের স্রোতে

তবুও আলগোছে লেগে থাকে কয়েকটা বিকেল

করে যায় আনমনা,

একটা বিচ্ছেদ কখনো পূর্ণতা পায় না।


হাজারটা কাজের মিছিলের ভিড় ঠেলে ---

ব্যস্ততার অলিন্দে নতুনের বাঁধা ঘর

নড়বড়ে করে যায় চুপিসারে,

সকল প্রাপ্তির মাঝে হঠাৎ করেই

উঁকি দিয়ে যায় এক না পাওয়ার যন্ত্রণা।


ঠিক প্রেম নয়-শোক নয়

নয় কোনো বুকফাটা আর্তনাদ

কিছুটা ব্যর্থতা,কিছুটা অভিযোগ,অভিমান ---

তবু পড়ে থাকে ঝুলমাখা কোনায়।

একটা নরম ছোঁয়া,না-স্পর্শেই ছুঁয়ে যায়

সব ঘর ছেড়ে মন আশ্রয় খোঁজে

চিলেকোঠায়।


কৃষ্ণচূড়ার গাছে ফুল ফোটে

তবুও সে লাল রক্তে মেশে কই?

জ্বালায় না আগুন আর ধমনী শিরায়,

কোকিলের গান আর্ত চিৎকার লাগে-

দেয়না আকন্ঠ মাদকতা।

সবকিছু ফেরে তবু আর বসন্ত আসে না

একটা বিচ্ছেদ কখনো পূর্ণতা পায় না।।

Post a Comment

Previous Post Next Post