মেঘলা দিন,হতো রঙিন
আসলে তুমি প্রিয়া,
রামধনু তার,জড়িয়ে চাদরে
ঘোমটা মাথায় দিয়া।
ছিলো স্বপ্ন চোখের পাতায়
সেই দুই চোখ জলে ভরে,
জানি আর পাবোনা তোমায়
তবুও থাকবে অন্তরে।
মনে আবার নতুন করে
প্রেমের বাতাস বইবে না,
ইচ্ছে গুলো হারিয়ে গেছে
আর আনন্দ শইবে না।
ধূসর রঙের ঘন-ঘটায়
মন-আকাশ অন্তহীন,
প্রাণে বইছে ঝড়ো হাওয়া
আজকে মেঘলা দিন।
সূর্য্য যে ছিল হৃদ আকাশে
নিয়ে প্রজ্বলিত আলো,
উজ্জলতা কেটে গিয়ে শেষে
ঘণালো আঁধার কালো।
হৃদয় মাঝে মেঘ জমেছে
দুই চোখে ঝরে বৃষ্টি,
প্রেম যমুনায় পাড়ি দিয়ে
অনন্ত মেঘের সৃষ্টি।
জীবন আমার ঝড়ো হাওয়া
দুরন্ত ঝড়ের রেস,
দিগন্ত থেকে যায় গো উুড়ে
আমার দেহবাশেষ।।
Tags:
বাংলা কবিতা
