ভাঙতে ভাঙতে গড়তে হয়,
পরিশ্রম আর শক্তিতে।
সেও জানে মৃত্যু তো পরম সত্য,
বাঁচতে হয় বিশ্বাসে।।
ময়না মাসি বাজারে গিয়ে,
বেলুন ফোলায় নিঃশ্বাসে।
শ্বাস বিক্রি করে চালায় পেট,
বাচতে হয় বিশ্বাসে।।
চোখের জলও বাঁধ মানে না,
কষ্ট পায় অন্য কারোর স্বার্থে।
কষ্টগুলো যত্ন করে গড়তে শেখায়,
কারণ বাঁচতে হয় বিশ্বাসে।।
অসুস্থতার বিশ্বজুড়ে,
রোগী কাঁদে দীর্ঘশ্বাসে।
ওষুধ তো শুধু ক্ষত সারায়,
বাঁচতে হয় বিশ্বাসে।।
সমাজ যাকে দলিত ভাবে,
যন্ত্রণা পায় সে যত্ন তে।
পরজীবীদের আশ্রয়ে নয়,
তাকে বাঁচতে হয় বিশ্বাসে।।
Tags:
বাংলা কবিতা
