ফিরে দেখা : দেবাশিষ চ্যাটার্জী



কত চেনা মুখ কত চেনা পথ

 বদলে গিয়েছে নিজের মতো 

আমি পরে আছি আগের আমিতেই 

লুকিয়ে রেখে বুকের ক্ষত ।


স্বার্থের টানে কখনো অনেকে

বসেছিল কোল ঘেঁষে 

মিটে গেছে আশা  কমেছে ভরসা

ফিরে গেছে হেসে হেসে ।


হয়েছি কখনো মণে তে কঠিন 

কখনো আবেগে গিয়েছি ভেসে

সে সব স্মৃতি আজ যা অতিথি 

ভাবি পরন্ত বিকেলে বসে ।


দিন চলে যায়  একাকী বারান্দায় 

ছানি পরা চোখে ভাবি

ছিল যে আপন

জীবনের ধন

সেও শেষে দিল ফাঁকি ।


এত অভিমান জ্বলে অনুক্ষণ 

তিলে তিলে মণ পোড়ায় 

ভালোবাসা শুধু স্বার্থের আঁচলে

মুখ ঢেকে মিছে কাঁদায় ।


কাঁদায় যে জন সেও কাঁদে

দু দিন আগে বা পরে 

অলক্ষে বিধাতা লিখে রাখে তার 

ক্ষমা হীন অক্ষরে ।

Post a Comment

Previous Post Next Post