তুমি তুলে ফেলতে চেয়েছিলে,
শেকড় রয়ে গেছে অনেক গভীরে
ব্যর্থ অহং-এ ছিন্ন করেছ তোমার রূপ
এখনো অনেক রাত্রি উপোস করতে বাকি!
মাঝে মাঝে তোমার অশ্রু প্লাবনে আচমকা থামিয়ে দিয়ছ দুনিয়া,মুক্তর মতো হাসির ঝর্ণায় শান্তনা দিয়ছ জাগতিক জগতকে।
তোমার খামখেয়ালীপনায়-
শিকড় ছেঁড়া নাড়ির টানে এ মন
ফিরে আসতে চায় সুপ্ত বাসনা নিয়ে।
এবার মরে সত্যি সত্যি সেতারের তার হব,
কোনো অভিমানীর মান ভাঙাতে স্মৃতির মুকুরে বাজব সারাখন।
তোমার উচাটন মায়াবী মনের যাদুকর হয়ে সমাপ্তির রঙ মেখে অবসাদে নিভে যাব!
তুমি আজীবন তোমার সংখ্যায় যৌবনা রইবে।
বাসরের বাসিফুলের মালা পরিয়ে ক্ষণিক সুখ দিয়ে গেলে জীবনঅন্তে,তবুও শেষ হয়ে হইল না শেষ।
@sp
16/07/22
Tags:
বাংলা কবিতা
