আমি যদি পাখি হতাম--
উড়ে যেতাম দূর আকাশে,
সকল মায়ার বাঁধন ছিড়ে
নীল আকাশের নীল দিগন্তে৷
আমার ডানায় ভর করে যে
ভ্রমণ করিতাম দেশ-বিদেশে,
দেখতাম আমি নৃত্য খেলা
এই বিশ্ব ধরার অতুল তলে।
পাহাড় পর্বত ছেদ করিয়া
উড়বো আমি যেথায় সেথায়,
মনের সুখে - ছন্দে ছন্দে
মুক্ত আকাশে ডানা মেলে।
উড়তাম আমি আপন সনে
নিজেরই মনের সুখে,
আকাশ পবন ছিদ্র করে
সবুজ সবুজ ভুবন দ্বারে৷
উড়ে আসতাম মৃদুলের মত
স্নিগ্ধ হাওয়ায় ভেসে ভেসে,
আমার কন্ঠে - মধুর সুরে
জাগিয়ে দিতাম প্রভাত কিরনে৷
সন্ধ্যে নামলে ফিরতাম বাড়ি
কত জলরাশি ক্রান্ত করে,
গাছের ডালে আপন নীড়ে
নির্জন সেই গহীন বনে৷৷
Tags:
বাংলা কবিতা
