সংসার জীবন কেনো অকারনে
নিতে হয় মাথা পেতে,
বিপন্ন সমাজ তাই অর্থের অভাব
তাই মরি ধুঁকে ধুঁকে।
সংসারের চাপ সময়েরও অভাব
মন থাকে না ভালো,
পুরানো স্মৃতির ছোয়া পেতে চায়
যেনো আঁধারে আলো।
ব্যাথার পাহার ওই বুকে চেপে রই
বলতে পারিনা মুখে,
ঝগড়া বিবাদ তো আছে,থাকবেই
কাঁদতেও পারিনা দুঃখে।
তবু চলি একা হাসিতে খুশিতে
যেনো না বোঝে কেউ কিছু,
সময়েরই সাথে চলতে যে হবে
তাই করি মাথা নিচু।
এখন যে দুজনের সংসার আছে
আমারও যে আছে তাই,
ভালোবাসার সেই স্মৃতির কনায়
খুশি টুকু খুঁজে যাই।
চাইলেই তো হবে না কথা
হবে না মেলামেশা,
প্রেম অনুভূতি অনুভবে থাক
বেঁচে থাক ভালোবাসা।
Tags:
বাংলা কবিতা
