মেঘলা দিনে মনে পড়ে,
পুরানো সেই দিনের কথা,
মুখোমুখি বসে, বলা, মনের যত ব্যথা,
তুমি আমার বসতে দুটি হাত ধরে।।
এখন সবই ইতি কথা,
ভাবলে হৃদয়ে লাগে ব্যথা,
কোথায় গেলো সেই সোনালী দিনগুলো,
এগুলোর উপর এখন পড়েছে ধূলো।।
ভাবতে গেলে নয়ন ভরে
জলে আমার গন্ড ভেজে,
কেউ বোঝেনা আমার মনের ব্যথা,
সবই আমার গুপ্ত কথা।।
Tags:
বাংলা কবিতা
