আসবেনা কবি : স্বাধীন কুমার আচার্য্য


 

এখনো তোমায় খোঁজে আমার হৃদয় আর

   বাংলার মাঠ ঘাট প্রান্তর নদী ।

শঙ্খচিল শালিকের বেশে, ধানসিঁড়ি র পাশে  

   তোমায় খুঁজেছি কবি আমি নিরবধি ।।   

 রূপসার ঘোলা জলে ডিঙি বায় যখন কিশোর 

    শুধাই তাকে, তুমি কী জীবনানন্দ ?

সে বলে না না, বাংলা আজ কলুষিত হয়ে গেছে 

   তাই আসবেনা কবি শোনাতে নতুন ছন্দ ।।

রূপসা রূপ হীন , জলঙ্গি হয়েছে পলিথিনে ভরা,     

     ধানসিঁড়ি হয়ে গেছে বেমানান ।

তাই আজ ওঠেনা ভাই মাঝিদের ভাঙা ভাঙা সুর,

       ভাটিয়ালির সুমধুর তান।।

শঙ্খ চিল শালিকের মেলেনা দর্শন, বুঝি তারা 

     বদলেছে নিজেদের নীড়ের ঠিকানা ।

তারও বুঝেছে এই বাংলার সুষমা হয়েছে বিলীন 

      তাই বুঝি এই পথে তারাও আসেনা ।।

মসি শুকিয়ে যাবে, ক্লান্ত লেখনী জানান দেবে 

       অনেক হয়েছে আর নয় কবি ।

রুক্ষ রুষ্ট দীর্ন এই বাংলার বুকে আর জাগবেনা 

    তোমার প্রানের প্রিয় প্রকৃতির অপরূপ ছবি ।।

জানি আর কোনোদিন আসবেনা এই পথে তুমি

এঁকে দিতে প্রকৃতির সুললিত অপরূপ ছন্দ ।

তবুও থাকবে তুমি সবার হৃদয়ে তোমার সৃষ্টির মাঝে ,নিত্য আনন্দ দিতে মোদের জীবনানন্দ ।।

Post a Comment

Previous Post Next Post