কোরান কি? দেখেনি তো এরা,
সারাদিন থাকে মাঠে।
নামাজ পড়ে না খোদাকে জানে না,
পণ্য যোগায় হাটে।
বেদ শাস্ত্র পড়ে নি তো এরা,
কয়লা তুলছে রোজ।
মন্ত্র বোঝে না, তন্ত্র বোঝে না,
রাখছে রোগীর খোঁজ।
জৈন তো নয়, বোঝেনা পিটক,
পাহাড়ে ভাঙছে পাথর।
গুরু গ্রন্থসাহেব, পড়েনি তো এরা,
গ্রাম-শহরের মেথর।
রহিম ভজেনি, রাম কে পুজেনি,
অকাতরে করে শ্রম।
এদের চিনতে, এদের জানতে,
সমাজের হয় ভ্রম।
বাইবেল কি? বোঝেনা তো এরা,
সীমান্তে রাত জাগে।
মক্কা-মদিনা, যায়নি তো এরা,
আর্ত সেবায় লাগে।
আল্লা দেখেনি, যীশুকে দেখেনি,
শিক্ষা দানে রত।
দোহা ও পড়ে না, নানক বোঝেনা,
শ্রম করা যার ব্রত।
সকলের বোঝা, কাঁধে নিয়ে ফেরে,
উচ্চে রাখে তো শির।
সভ্য সমাজ, যা বলে বলুক,
এরাই জিন্দা পির।।
