ও ফেরিওয়ালা! যাচ্ছ কোথায়?
দাঁড়াও একটু ভাই।
তোমার কাছে পণ্য ছাড়া
অন্য কিছু নাই।
চাইছি আমি সুখ কিনতে
তোমার ঝোলায় আছে।
ভাবছ কেন?যা চাই দেব
করছো দ্বিধা মিছে।
আচ্ছা ,শান্তি আছে তোমার কাছে?
কি দাম চাই বল?
সুখ -শান্তি দুটো মিলে
কত ই মূল্য হল?
ভালোবাসার স্বপ্ন ফেরি
করছো নাকি তুমি?
এসব আমি কিনবো বলে
ডাকছি শোনো আমি।
দোহাই তোমার যা চাই দেব
নিরাশ কর না।
এসব জিনিস বেচতে আমায়
বারণ কর না।
অর্থ আমার অগাধ আছে
সিন্দুকেতে ভরা।
ভুগছি কেবল অন্তৰ্দাহে
আমি সুখ শান্তি হারা।।
Tags:
বাংলা কবিতা
