মুহূর্ত : অঞ্জলি দেনন্দী


 


প্রকৃতির নিয়মে মুহূর্ত।

গতি ওর স্বতঃস্ফূর্ত।

জীবনের প্রথম মর্তলোকে আসা।

জীবন ছেড়ে চিরতরে চলে যাওয়া।

সুখে হাসা।

প্রিয়কে পাওয়া।

সবই মুহূর্তের মধ্যেই সীমাবদ্ধ।

মুহূর্ত চির নিঃশব্দ।

কিন্তু ওই সৃষ্টি করে হৃদশব্দ।

মুহূর্ত ধরা দেয় না।

কাউকেই আপন করে নেয় না।

অথচ মুহূর্ত নিজ অধিকারে সকলের।

শক্তি আছে তার সব কিছু দখলের

অগণিত মুহূর্ত জুড়ে হয় অনন্তকাল।

মুহূর্ত স্বয়ংই ধরে সময় সাগরে ভাসা

প্রাণ তরীর হাল।

মুহূর্ত অমরত্ব পায়

যখন ও হয় ভালোবাসা।

সৃষ্টি বোঝে না মুহূর্ত কি যে চায়?

Post a Comment

Previous Post Next Post