বৃদ্ধাশ্রম থেকে মায়ের চিঠি : অমলেশ মাইতি


 


খোকা তুই এখন বড় লোক বটে--

বিদেশে তোর বাস, গাড়ি-বাড়ি দামি সবি,

দুঃখি মায়ের কথা মনে পড়েনা একটি বার,

খোকা তোর কাছে এ কি নিঃস্ব বিচার৷


জেনে লে আজ তবে  অতীতের কথা-

তোর বাবা মরে যাওয়ার পরে,

নিঃস্ব হয়ে পথে পথে মানুষের দ্বারে 

ভিক্ষা করেছি শুধু তরি তরে৷


কষ্ট করে মানুষ করেছি তোরে

আমার শরীরের রক্ত জল হিম করে,

বুঝতে দেয়নি কভু অভাব-অনটন--

রেখেছিলাম তোরে, হৃদয়ের নিভৃত পুঞ্জ শিরে৷


নিয়তির কাছে বয়সের ভারে---

সংসারে বোঝা হয়ে ছিলাম বলে,

আমার ঠাঁই দিলি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে"

এটাই কি মায়ের প্রতি ভালোবাসার অবদান৷


মিনতি করি ঈশ্বরের দ্বারে---

এমন শিক্ষা দিস না রে তোর পুত্র রে

সমাজের বুকে বড় হওয়ার পরে,

শেষ বয়সে আমার মতো

হয়না যেন তোর ঠাঁই বৃদ্ধাশ্রমে৷


খোকা তুই আয়না একটি বারে

দেখে যা তোর মায়ের নিথর দেহটারে,

চার দেওয়ালে বন্দী হয়ে আজ

পড়ে আছি এক নিস্তব্ধ ঘরের কোণে৷


জীবন থেকে সকল প্রকার বাঁধন গেছে টুটে

জানি তুই আসবি না আর আমার তরে ছুটে,

তবুও হৃদয় মাঝে আশার বাতি জ্বলে

খোকা বুঝি ফিরে এসে ডাকবে 'মা' বলে।।

Post a Comment

Previous Post Next Post