চারপেয়ে ফটোগ্রাফার : কমল কুমার রায়


 

জঙ্গলেতে থাকি আমি নামটি বানর,

 তুই ব্যাটা বুঝবিনা তুইযে নর।

পড়াশোনায় নইতো পটু বুদ্ধিতে তুখোড়,

 গাদাগাদা নম্বেরও ভাবিস পূর্বপুরুষ পর।

 দলবদ্ধ থাকি আমরা শৃঙ্খলায় বিশ্বাসী,

 মারামারি সংঘর্ষে কাটাস জীবনটাই বেহিসাবি।

 প্রকৃতিতে চলাফেরা নাইতো মোদের ঘর,

 লাফালাফি করলে বলিস বাঁদরামি সচারচর।

 ক্যামেরায় তুলিসতো প্রতিচ্ছবি স্মৃতিতে গুচ্ছ, 

গলায় নিয়েছে যন্ত্রী নয় তুচ্ছ।

 ওকে-রেডি নাই বা বলি মুখে,

 অবলীলায় উঠছে ছবি ফটোগ্রাফের চোখে।

Post a Comment

Previous Post Next Post