তোমার চেনা শহরের গলি থেকে রাজপথে বেয়ে
অচেনা সাজে খুঁজেছি তোমায় শতবার।
কুয়াশা কেটে রাঙা রবি,
দিচ্ছে উঁকি আকাশপানে।
বাইরে রৌদ্র অনুভব হলেও --
মনের ভেতরে জমা আছে
ভালোবাসার ঘন কালো মেঘ!
নিশি রাতে যখন বিশ্বভুবন নিশ্চিন্তে ঘুমন্ত,
হয়ে উঠেছে সুপ্ত ক্ষত জীবন্ত
সারা শরীর জুড়ে।
তুমি ছিলে ভীষণ রকম অভিমান
তুমি ছিলে বড্ড দামি,
তোমার অবহেলার মাঝে
হারিয়ে গেছি আমি।
সকালে সূর্যোদয়ে ঢাকা ক্ষত
একাকীত্বের আঁধারে মনের অভিলাষ,
অভিভূত শত শত।
রঙ বদলের খেলায় মেতেছ তুমি
সত্য হলেও মিথ্যে বলে মানি,
তোমার কাছে হার মেনেছে
বেনামী ভালোবাসা জানি।
অন্তর জুড়ে শূন্যতার মেলা
জিতে গেছে তোমার অভিনয়ের খেলা।
বিশ্বাস ভাঙার খেলায় জিতেছে আজ,
তোমাকেই তো মানায় এই সাজ।
অবিশ্বাসের আঘাত বানে বিঁধল কাটা!
ক্ষত জমলো মনের কোণে,
সিক্ত হয়ে ভিজায়ে দুই নয়নে।
মন আজও বন্দী অতীতের খাঁচায়,
দিনে দিনে হচ্ছে দগ্ধ!
স্মৃতির লাশের শয্যায়।
