আর একদম ভালো লাগে না ভিড়ভাট্টা
মন চায় খোলা আকাশের মুক্ত বাতাস,
অদ্ভূত রকমের সব চিৎকার চেঁচামেচি
বড়ো কষ্ট নিয়ে বাঁচতে হয় শ্বাস প্র শ্বাস।
যেভাবে চলছে সবুজের ধ্বংস সাধন
আগের মতো কোথায় পাখির কূজন?
দিনে দিনে যতই বেড়ে চলেছে নগরায়ণ
ততই বিপন্ন হচ্ছে মানুষের জীবন।
পথের ধারে ক্লান্ত পথিক পায়না খুঁজে
গাছের ছায়ায় নিতে একটু বিশ্রাম,
যেন ধুধু মরুভূমির উপর হেঁটে যায়
আধমরা শরীরে ঝরিয়ে শুধুই ঘাম।
মানুষ মনুষকে করতে চেয়ে খুশি
ঙনিজেরাই মারছে পায়ে ক্রমাগত কুড়ুল ,
বন্যা খরা ঝড় এখন যেন অনিয়মিত
নষ্ট করছে মাঠের নিয়মিত ফসল।
তবু এই পাহাড়-ঝর্না- নদী-সমুদ্র
এখনও মানুষকে দেয় কিছুটা আনন্দ,
যদি না কমে কৃত্রিম পরিবেশ গড়ার ঝোঁক
তবে আমাদের ভাগ্য হবে আরো মন্দ।
Tags:
বাংলা কবিতা
