স্বপ্ন দেখার সময় টা শেষ
ঢেঁর হয়েছে গাড়িতে,
মাথার উপর টাক পড়েছে
পাক লেগেছে দারিতে।
দাঁতের সংখ্যা অনেকটা কম
দুই পাশের ঐ মারিতে,
শার্ট-প্যান্ট তো অনেক হলো
এখন ধুতি শাড়িতে।
কুঁচকে গেছে গায়ের চামড়া
কমেছে চোখের জোর,
সঙ্গী এখন হাতের লাঠিটা
শুধুই মনের জোর।
শিরদাঁড়া যা ছিলো সোজা
এখন গিয়েছে ঝুকে,
রোগের পাহার বুকে চেপে
মরছি ধুঁকে ধুঁকে।
বৃদ্ধ জীবন, আর ছোরা নই
সবাই ডাকে বুড়ো,
এখন চলি একা ধীর গতিতে
নেই আর তারাহুরো।
জীবনটা আমার হয়ে আছে এক
একফালি অস্তের চাঁদ,
হারিয়ে যাবো কোনো নীল দিগন্তে
তাই পাতা আছে ফাঁদ।
*** *** *** *** *** ***
