পথহারা : সুগত খাসনবিশ



চলতে চলতে এগিয়েছি অনেকটা পথ,

যখন বেরিয়েছিলাম হাসনুহানা ফুলগুলো হাতছানি দিয়ে ডাকলো,

আমি সে ডাক না শুনেই বেরিয়ে পড়েছি,

শুধু বৃষ্টিতে ভিজবো বলে!

ফিরতে চাইলেই কি আর ফেরা যায় হাজার বছর আগে?

ফেলে আসা দিনগুলোর কিছু কাঁটা স্মৃতিগুলোর অন্তরায়,

বারবার চোখে আঙুল দিয়ে মনে করায়, পাতা ঝরার সময় ঝরবেই!

গাছ একদিন নিষ্পত্র হবে, স্মৃতি হবে ধূসর,  

পথে বেরিয়ে চলতে চলতে ফিরে আসা যায় না!

রাতভোর হাঁটতে হাঁটতে দিনের দেখা পেলে...

রাতের আঁধারে কে আর ফিরতে চায় বলো!

Post a Comment

Previous Post Next Post