অধ্যায়নের জ্ঞানে তোমায় জানি গোলক,
মহাকাশে ঘূর্ণন প্রযুক্তিবিদ্যায় আলোক।
তুমি ধরা সবুজের মোড়কে রমরমা,
দৃশ্যের খুশি সদা মনেতে জমা।
শীতলতার স্নিগ্ধতায় হৃদয়ে বাঁধনহারা,
তোমাতে নিবেশিত প্রাণে সজলধারা।
তুমিতো রুক্ষ-বন্ধুর আংশিক সৌরজগতে,
জলভাগের অত্যাধিকতা ভারসাম্য প্রকৃতিতে।
বসবাসের উপযোগী তোমাতে প্রাণের সমাহার,
আণুবীক্ষণিক থেকে বৃহৎ সবারে করেছ গৃহদ্বার।
আজ তুমি নয়তো সুস্থ্য হয়েছো রক্তাক্ত,
বিদ্ধ সামাজিকতা বাড়ছে খুনের রক্ত।
শিশু থেকে নারী হচ্ছে বারংবার ধর্ষিত,
মানসিকতার অবনতি ধ্বংস করেছে হিসাব যত।
বেকারত্বের জ্বালায় পুষ্প কুঁড়িতেই গত,
কলমের আঁচড়ের পরিবর্তে রাহাজানিতে মত্ত।
পরিবেশের সুস্থ্যতায় থাকেনা মারামারি- ঝামেলার শেষ,
জীবজগতের ভারসাম্য নষ্টে বননিধনে পটু বেশ।
বেহিসাবী অত্যাচারে চারিদিকে তোমাতে উষ্ণায়ন,
কেমন করে আশ্রয় দেবে তোমার আপনজন।
ব্যভিচারের বাড়বাড়ন্ত পণপ্রথা বাল্যবিবাহের নগ্নতা,
তোমায় কলুষিত করছে মানবকূলের নির্বুদ্ধিতা।
শপথে অঙ্কুরীত বীজ বপন করো রীতিপালনে,
তোমাকে স্থাপিত করবো সকল উৎকর্ষের সিংহাসনে।
ফিরিয়ে দেব নবজাতক শিশুকে সবুজের পরিবেশ,
বাসযোগ্য করব ধরণী সততা ও নিষ্ঠার আবেশে।
তুমি হাসবে শিশু হাসবে কোলাহল ভূমন্ডলে,
হৃদয়কে দাও দৃঢ়তা সফলতা আসবে ধরণীতলে।
