ভণ্ড শুভাকাঙ্ক্ষী : কমল কুমার রায়


গাঁয়ে মানেনা আপনি মোড়ল,

 এটা কেমন প্রবাদের প্রচলন।

 আমি আগ বাড়িয়ে করি,

 সকলের বিপদের উদ্ধারকরুণ।

 আমার মনে আমি করি,

 ভালবাসার হৃদয় ভাবনায়।

 লোকে আমায় কটু কথা কয়,

 স্বার্থ নাকি আছে প্রাণময়।

 আমার কর্ম আমার সন্তুষ্টিকরণ,

 করি সকল প্রাণজুড়ে।

 লোকের ভাবনায় পরোয়া নাই,

 তাইতো বদনাম দেহজুড়ে।

 পরোপকারী পরিলক্ষিত গ্রাম্য সমাজে,

 অবুঝদের তাইতো হৃদয়পানে।

 ছুটে আসে  ভ্রমরের গুঞ্জনে,

 মন তখন  দিশাহীন প্রাণপণে। 

দুস্থতায় মন করে আনচান, 

কেমনে করব তাহার সমাধান? 

  অতিউৎসাহের ঘটে বহিঃপ্রকাশ,

 শুভাকাঙ্ক্ষীতেই উত্তেজিত মোর শ্বাস-প্রশ্বাস। 

গুটি গুটি পায়ে কর্মসূচি চাপ,

 বদনামে উত্তরাই কর্মের ধাপ।

 শুভাকাঙ্ক্ষী থাকুক সদা পরোপকারীতে মান,

অতিউৎসাহিতা কভুনা কাড়ে অপরের জীবনের জান।

Post a Comment

Previous Post Next Post