ঝরাপাতা : অর্পিতা কুন্ডু


 

বসন্ত শেষ...ঝরা পাতাদের 

প্রতিনিধি আমি

..অস্তিত্ববিহীন একাকিত্ব..

তোমার অচেনা মুহূর্তেও  আমি নেই...

যখনই হাত বাড়াই

এ হাতে শুধু শূন্যতার বালি চিকচিক্ করে...

এরকমই এক এপ্রিলের রাত ছিল...

সন্ধ‍্যা নিমজ্জিত ছিল

তোমার  বুকে...

আমি রাত্রি হতে রাজি ছিলাম

তোমার অন্ধকার মেখে...

দুটো একটা তারার মাঝে

আমি দেখতে থাকি 

গভীর আলিঙ্গনাবদ্ধ...মেঘের আবছায়া..


কতটা অনুভব করি জানো..

.হাজার বৃষ্টিকণার মতো...

শরীর ভিজিয়ে দেবে...

প্রতিটা আবেদন আগুন জ্বালাবে...

অন্তর্দহনে রিক্ত হব..

এক জটিল পথের শেষে

 সব..সব..মুছে দেব...

দেখো অনুভূতিরা কী অভিমানী...

তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে ক্রমশ...চেতনারহিত হয়েছি...

শুধু বসন্তের শেষবেলায় অচেনা হয়েছো..

..তাই ঝরা পাতার ধুসরতায়

 আরও একটা এপ্রিল কেটে

যায়....সব মুহূর্ত আজ

 আমার কবিতার পাতায় 

বন্দী..অচেনা এক বেনামী হাওয়া...

শব্দরা বুকের ভেতর কড়াঘাত হানে...

আমি আছি ঐ ব‍্যালকনির একপ্রান্তে..

.আর হাতের মুঠোয় 

একখানি নিঃসঙ্গ ঝরাপাতা....

Post a Comment

Previous Post Next Post