পরিবর্তন : সায়ন্তন গাঙ্গুলী


 

আমাদের জীবনে সত্যিই কি পরিবর্তন এসেছে? এক সময় আমরা ছিলাম ইংরেজদের অধীনে। পরে ব্রিটিশ শাসন চলে গেলো, এলো এক স্বাধীন ভারতের সরকার। কখনও এই দল, কখনও ঐ দল, কখনও সেই দল। বিভিন্ন রাজনৈতিক দল সরকার চালাচ্ছে। এক দল সরকার চালাচ্ছে, অন্য দল তার বিরোধিতা করছে। আর আমরা সাধারণ মানুষ যেখানে ছিলাম, সেখানেই পড়ে রইলাম।

বোস বাবু সরকারী চাকরী করেন, মাসের শেষে ৮০ হাজার টাকা মাইনে পান। তার  ওপর উপরি তো আছেই। সব মিলিয়ে লাখ দেড়েক টাকা ঘরে আসে।

মিঃ বাগচী একটা বেসরকারী সংস্থায় General Manager, তাঁর ছেলেও একই সংস্থায় কাজ করে। তবে সে Accountant। দুজনে মিলে মাসের শেষে খুব একটা কম মাইনে পান না। কিন্তু এখানে কোনও উপরি নেই।

বোস বাবু আর মিঃ বাগচীর মধ্যে মিল কোথায়? দুজনেই কারো না কারো অধীনে।

আমরা আজকের প্রজন্ম এভাবেই চলছি। আমাদের আগামী প্রজন্ম এভাবেই চলবে। সরকারে শুধু দল বদলাবে, রং বদলাবে। সরকার একই থাকবে। কোনও পরিবর্তন নেই। না সরকারে, না আমাদের জীবনে। তবে জীবনে পরিবর্তন না আসার জন্য আমি কোনও রাজনৈতিক দলকে দায়ী করছি না। জীবনে পরিবর্তন আনার জন্য নিজের মনে আর মানসিকতায় পরিবর্তন আনতে হবে, তবেই পরিবর্তন সম্ভব। না হলে, নয়।


Post a Comment

Previous Post Next Post