আমার আছিস তুই : সহেলী মল্লিক


 

আমার শুধু তুই আছিস, শত রাগ,অভিমান, দুঃখ কষ্ট, একাকীত্ব আমার একান্ত নিঃসঙ্গতা কে আমি যার কাছে উজাড় করে একটুখানি হালকা হই... 


আমার শুধু তুই আছিস যার কাছে আমাকে কোন মুকশের আশ্রয় নিতে হই না , রক্তাক্ত হৃদয় নিয়ে মুখে মিথ্যা হাসি ফুটিয়ে তুলতে হই না 


ভাঙাচোরা আমি টাকে একটু... একটু... করে কষ্ট করে জোড়া লাগাতে হই না, সেই দায়িত্বটা বরাবরই তোরই দখলে.....


আমার শুধু তুই আছিস, যে না থাকলে এই আমিটা আর আমিই থাকতাম না, তাই একবার না বারবার বলব বর্ণালী আমার শুধু তুই আছিস শুধুই তুই ।

Post a Comment

Previous Post Next Post