সমসাময়িক : অর্পিতা গাঙ্গুলী


 

পরিস্থিতি যে অগ্নিগর্ভ তা বলাই বাহুল্য। যে ভাবে রণ দামামা বেজেছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে না যায়। তাহলে মানব সভ্যতার পরিসমাপ্তি ঘটবে নিশ্চিত ভাবে। মানুষের লোভ, অহংবোধ এবং ক্ষমতার দম্ভ যুগে যুগে এভাবেই ধংসের পতাকা বহন করেছে। সুন্দর সাজানো ছবির মতো একটা দেশ কে মুহূর্তে, অবলীলায় কুৎসিত ধংসস্তূপে পরিণত করার জন্য চিন্তনের প্রয়োজন পড়েনা। অগণিত, অসহায় সাধারণ মানুষের রক্তলাঞ্ছিত পথে বিজয় পতাকা ওড়ে। কার হার কার জিত! মানবতার চূড়ান্ত অবক্ষয়। কিছুদিন আগেই বন্দুকের শক্তিতে ভয় দেখিয়ে আফগানিস্থানে একই ঘটনা ঘটেছে। বাঁচার আর্তি তে বিমানবন্দরে মানুষের ভিড়, তারপর বিপজ্জনকভাবে দেশ ছাড়ার চেষ্টা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দেখেছে। এখন দেশটার কি অবস্থা সেটা নিয়ে মাথা ব্যাথা নেই। একবছরের শিশু কন্যারা বিক্রি হচ্ছে, বহু আফগানি নিজেদের কিডনি বিক্রি করছে খিদের জ্বালায়। বিশ্ব মানবাধিকার কমিশন নামে কি একটা আছে বটে তবে তার কাজ কি বোঝা দায়। বিশ্বে ভালো মানুষের ও বোধহয় কমতি পড়েছে। আলোচনা ছেড়ে সব দেশের শান্তিকামী মানুষ পথে নেমে অন্ততঃ বলুক"যুদ্ধ নয় শান্তি চাই" । কলমের ধার যে কমে যায় নি তার জন্য প্রতিবাদ উচ্চারিত হোক। মিডিয়া কভার করুক আর নাই করুক।

Post a Comment

Previous Post Next Post