ফাগুনে আগুন ধরানো
ভালোবাসাটুকু রেখো
শিমুল পলাশের রঙিন আবহে
আবির হয়ে থেকো।
আমার হৃদয়ের আনাচ কানাচ
তোমার স্পর্শে কোকিলের কুহুধ্বনি
বসন্ত আসে রঙ আর সুরের মুর্ছনায়
দোলা দেয় স্নিগ্ধ সমীরণে।
খেয়ালী মনের ক্যানভাসে
একটি চিত্র এঁকেছি
ভালোবেসে...ছাপিয়ে গেছে
রঙ তুলিতে তোমার ছবিখানি।
হে বসন্ত দিন এসেছো রূপের ডালি নিয়ে
শাখায় শাখায় আনন্দ ধারায় ঋদ্ধ প্রকৃতি
সুরে গানে রঙে চারিদিক মুখরিত
এভাবেই পাই বর্ষপ্রান্তে বারেবার।
তবু বলি শেষ কথাখানি..তুমি যে অশেষ
আর আমি হয়েছি তোমাতে নিরুদ্দেশ।
Tags:
বাংলা কবিতা