কেউ নেই কোথাও : মহুয়া কুন্ডু



কিছু নেই কেউ নেই  কোথাও নেই তুমি

ধূ ধূ এই মরু প্রান্তরে ছুটে বেড়াই কিছু বালি....

কানে কানে কিছু কথা বলে যাও তুমি...

চেয়ে দেখো সামনে দাঁড়িয়ে আছি খালি।

তোমার কিছু গোপন কথা, চুপ চুপ চুপকথা

সিলিং ছুঁয়ে,ভাসতে থাকা বন্ধ আমার আঁখির পাতা

 স্বপ্ননীল, ফেরিওয়ালা স্বপ্ন সাজাই মন রুপকথা 

কিছু ঝরাপাতা ছড়ানো, বিছিয়ে রাখে স্পর্শকতা।


কিছু নেই কেউ নেই কোথাও নেই তুমি 

আজ মোহনায় মিশে গেছে অনুভূতির ভূমি...

আলেয়ার জ্যোৎস্নার জল জলতরঙ্গ রঙে

গোধূলি মেঘের আভরণ মাখি অঙ্গে অঙ্গে। 

আমি বলাকা হবো আকাশ ভাসি পালক উদ্বেগে

তুমি সরসীরুহ, আমার সবটুকু বুকে জড়িয়ে ধরো....

আমার পাতাল মাটি চৌচির ধারণ করেছি নিরঙ্গে

তুমি শুধু সামলে নিও, বৃক্ষ হয়ে শীতল করো।


কিছু নেই কেউ নেই কোথাও নেই তুমি 

তবুও আমার নীল আকাশে, নীল দাঁড়িয়ে আছো তুমি!!

Post a Comment

Previous Post Next Post