পরজন্ম : সহেলী মল্লিক


 


পরজন্মে আমি চ্যাটার্জি হব,

ব্রাহ্মণের ঘরে জন্ম লব;

তুমিও কিন্তু আবারও ব্রাহ্মণ হবে,

এজন্মে তুমি ব্রাহ্মণ বলে আমাদের মধ্যে যে বিচ্ছেদ 

পরজন্মে তা ঠিক ঘুচে যাবে।।

আমরা হবো একে অপরের সঙ্গিনী, 

কথা দাও... আমি ছাড়া অন্য আর কেউ হবে না তোমার অর্ধাঙ্গিনী।।

এ জন্মে শুধু তুমি ব্রাহ্মণ বলে আজও বলে উঠতে পারলাম না তোমায় ঠিক কতটা ভালোবাসি,

আর শুনতেও পেলাম না তুমি আদেও আমায় ভালোবাসো কিনা, নাকি সবটাই আমার ভুল সবটাই একতরফা....

জানো যখন কোনো অচেনা ভিড়ের মাঝে তোমায় এক ঝলক দেখি,

মন শান্ত হয়ে যাই;  ইচ্ছে করে ছুট্টে গিয়ে দুই বাহুর মাঝে তোমায় শক্ত করে জড়িয়ে ধরি

কিন্তু পারি না ভয় করে খুব, তাই তোমার থেকে দূরে পালাই..অনেক অনেক দূরে।

জানি তো পরিবার তোমার কাছে খুব দামী,

বিশ্বাস করো আমার কাছেও খুব দামী;

তাই এইজন্মে না পরজন্মে হবো একে অপরের সঙ্গিনী।।

এজন্মে না হয় হলাম রাধা কৃষ্ণা, 

একে অপরের প্রতি অগাধ প্রেম;

 কিন্তু নেই পরিণতির কোনো সম্ভাবনা।।

পরজন্মে হবো কৃষ্ণ আর রুক্ষ্মিনী, 

ভালোবাসা পাবে পরিণতি; 

আমি হবো তোমার অর্ধাঙ্গিনী।।

এজন্মের যত ইচ্ছা ভালোবাসা, আদর, 

পরজন্মে কিন্তু তা সবের হিসেব নেব;

হ্যাঁ আমি শুধু তোমাকেই ভালোবাসব।।

পরজন্মে আমি চ্যাটার্জি হব, 

নিশ্চিত ব্রাহ্মণের ঘরে জন্ম নেব;

তুমিও কিন্তু ব্রাহ্মণ হবে, 

ভুললে চলবে না কথাটা মনে রাখতে হবে।।

এজন্মে তুমি ব্রাহ্মণ বলে 

আমাদের মধ্যে যে পর্বত সমান ব্যবধান, 

তা পরজন্মে একেবারে ঘুচে যাবে।।

Post a Comment

Previous Post Next Post