অবিনশ্বর : বিশ্বজিৎ সেনগুপ্ত


 অবিনশ্বর 

( লতা মঙ্গেশকরকে স্মরণ করে) 



বসেছিলাম টেলিভিশন সেটের সামনে 

তোমার যাত্রাপথের দিকে তাকিয়ে। 


মালার চাদরে ঢেকে যাওয়া তোমার শরীর থেকে

তুলে নেওয়া হতে লাগলো একটার পর একটা মালা

বেজে উঠলো বিউগল ;

গান-স্যালুটের শব্দকে ম্রিয়মাণ করে

পুড়তে পুড়তে পোড়াতে পোড়াতে বিশুদ্ধ আগুনের সাথে

কেমন অবলীলায় তুমি চলে যাচ্ছ অন্য লোকে...


যে পথের কল্পনা আছে ; তর্কসাপেক্ষ বাস্তবতায়

বড় অজান্তেই  আমার হাতের আঙুল বন্ধ করে দিল রিমোটের সুইচ!


সেই অন্য লোকের হদিস না পাওয়া অতি সাধারণ এই  আমি, তোমাকে হারিয়ে ফেলা একান্ত বেদনায়

যখন বাকরুদ্ধ হয়ে পড়লাম 

ঠিক তখনই মোবাইলের রিংটোন-এ  ভেসে উঠলো

মধুর কন্ঠের সেই মায়া জড়ানো সুরের জাদু -

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব...


কেইবা আছে

তেমন জাদুকর ভুলিয়ে দেবে অবিনশ্বর  তোমায়

তুমি চাইলেও,হারিয়ে যেতে দেবে না প্রজন্ম থেকে প্রজন্ম 

পেরিয়ে মহাকাল...


কোকিলকণ্ঠী লতা তুমি চিরকালীন

হৃদয়ে থেকে যাওয়া গান,লিখে রাখা নাম-

তোমাকে সেলাম।

Post a Comment

Previous Post Next Post