তুমিতো মহিয়োসী জগত সংসারে,
তোমার হস্তে লালিত সমাজ কলরবে।
তোমার বর্ণনায় মমতাময় প্রলেপের আস্তরণ,
মন্দের থেকে ভালোর আলোড়ন।
তবুও তুমি বিপথগামী বিলক্ষণ,
অবুঝের আবেগের সদা করো ভ্রমণ।
নিজস্বতায় নেই যে তোমার আপ্যায়ন,
পরনিন্দায় মত্ত মনোপ্রান সারাক্ষণ।
শিহরিত লোমকূপ অপরের চর্চায়,
অবাধ্যে ঘৃণা জাগায় অন্তরের পরচায়।
বেহিসাবি সৌন্দর্যের পরিচর্যায় খুশি অফুরন্ত,
নিজস্ব প্রেমে তোমাতে ভালোবাসা বাড়ন্ত।
মিথ্যার ফুলঝুরি বুকেতে আভরণ,
সত্যপ্রকাশে কভু না করো বর্ণন।
লুকোচুরির স্বভাবে কাটাও জীবন যাপন,
আপন পর হতে লাগেনা সময়ের ক্ষণ।
সম্মোহনের জাদুতে জালকে বৃদ্ধ প্রাণ,
দমবন্ধের পরিবেশে ওষ্ঠাগত জান।
সরল হৃদয়ের ডাক আনন্দের পরিবর্তে সংগ্রামে,
মন্দের মারপ্যাঁচে বিপরীতে জটিলতায় থামে।
আইনের রক্ষাকবজে বলশালী তুমি,
ভালোবাসার সৌরভ হারাচ্ছ হৃদয়ের ভূমি।
স্নায়ুর আবেশে নবচিন্তার উন্মোচন,
খারাপ বর্জনে সৃষ্টির করো বীজ বপন।
ফঁন্দির স্থান থাকেনা চিরস্থায়ী,
ঘর-সংসারে প্রাণ দাও হে মনুষ্য প্রাণী।