বেঁচে থাকা মানুষের রাগী চোখ : অলোক মিত্র



সব সেতু ভেঙে গেলে সব পথ মানুষেরই হয়
উদ্বেগে স্পর্শ করে পাশাপাশি পড়শীর হাত
শোকে,ক্রোধে, আবেগেও কাঁদে
দাঁতে দাঁত চেপে খোঁজে দুর্বৃত্ত কে

কার কাটা হাত পাওয়া গেছে,কার চটি?
সেকি পরিচিত কেউ,
এই যে ওষুধ ক'টি জীবনদায়ী এদিক ওদিক 
সেই বৃদ্ধ কি জীবিত এখনো? 

এত ছোট দুঃখবোধে কে আর কান্না পুষে রাখে
আস্তিন গোটানো কিছু হাত জড়ো  হয়
ভাঙা সেতু,পোড়া বসত,নৌকাডুবি নদীর দুপাশে

উৎকন্ঠায় রাত জাগে
বেঁচে থাকা মানুষের রাগী চোখ 

Post a Comment

Previous Post Next Post